প্রয়োজনে মাঠে নামবেন হিরো আলমের নায়িকারা









বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নিবাচন
করবেন হিরো আলম। নিবাচনের এই শেষ
পর্যন্ত আসতে হিরো আলমকে অনেক কাঠ-খড়
পুড়াতে হয়েছে। ইতিপূর্বে নিবাচন কমিশন
তাকে নিবাচন করা থেকে বিরত রেখেছিল।
যারফল স্বরুপ সে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল।
অবশেষে হাটকোর্ট তার পক্ষে রায় দেন।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার বিরুদ্ধে
অনেক ষড়যন্ত্র এখনো রয়েছে।
নিবাচন কমিশন আমাকে বাতিলের ঘোষণা দিয়েছিলেন।
অবশেষে নিবাচন কমিশনকে আমি হাইকোর্ট দেখিয়েছি।
যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না কমে।
তাহলে মাঠ পর্যায়ে আমি আমার নায়িকাদের নামিয়ে দিব।
তারা মাঠে নামার জন্য প্রস্তুত আছে। তিনি আরো বলেন,
আমার নিজস্ব আসনে আমার জনপ্রিয়তা দেখে অবাক হয়ে যাচ্ছি।
লোকেরা আমাকে এত ভালবাসে তা আগে অনুমান করতে পারেনি।
ঢাকা থেকে অনেক আওয়ামী
ও বিএনপির লোক এসে আমার হয়ে কথা বলছে।
আমি ভোটের আগেই প্রায় বিজয়ী হয়ে গেছি। আমি চাই,
এ লোক গুলোর আশা পূর্ণ করতে আমি যেন সচেষ্ট হই।
Previous
Next Post »