Pages

06 March, 2020

বাপ্পি চৌধুরী অপু বিশ্বাসের রোমান্টিক গান মুক্তি পেল

























গতকাল ৫ই মার্চ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমার
রোমান্টিক একটি গান রিলিজ পেল। অত্যধিক
নিপুণতার সাথে বাপ্পি অপুর কেমিস্ট্রিটা
ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে।
গানটিতে কন্ঠ দিয়েছেন ওপার বাংলার
জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার শানু।
সিনেমাটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া।
আরো পড়তে পারেন,,,
শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর মুক্তির দিন ঠিক হল  
.
শাকিব খান নুসরাত ফারিয়ার শাহেনশাহ্ মুক্তি পেল  

এই ছবিটি হতে যাচ্ছে বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসের জুটির প্রথম ছবি।
সিনেমাটি পরিচালনা করেছেন ২০০১ সালে মুক্তি
প্রাপ্ত রিয়াজ শাবনুর অভিনীত শ্বশুরবাড়ি
জিন্দাবাদের গুণী নির্মাতা দেবার্শীষ বিশ্বাস।
আগামী  ২০ শে মার্চ  সিনেমাটি রিলিজ পাবে
 বলে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

No comments:

Post a Comment