বাপ্পি চৌধুরীর সুপারষ্টার হওয়ার পথে যে সব বাঁধা












বাপ্পি চৌধুরীর মাঝে সুপারষ্টার হওয়ার সামান্য
কিছু যোগ্যতা খুঁজে পাচ্ছিনা।
অতচ নিজের সামান্য কিছু ভুল সরিয়ে ফেলতে
পারলেই  সুপারষ্টার শাকিব খানের গদিটা তার
কয়েক বছরের জন্য পার্মানেন্ট হয়ে যেত।
কারণ, শাকিব খান কোন তালে-মাতাল হিরো না।
বহু সময় অতিবাহিত করার পাশাপাশি
অনেক জনপ্রিয় ছবি উপহার দেয়ার মাধ্যমেই
নিজের গদিটা পার্মানেন্টলি ভাবে এতটাই ভার করেছেন।
তাকে সুপারষ্টার পদ থেকে সরানো খালি কঠিন না,
বর্তমান সময়ে দুঃসাধ্যও বলা চলে।
এ কারণে, বাপ্পি চৌধুরী যদি সুপারষ্টার হতে চায়
তাহলে উনাকে বছরে কমপক্ষে ৫-৭টি জনপ্রিয় বা
ব্যবসা সফল সিনেমা উপহার দেয়ার পাশাপাশি
নিজের ভুল গুলো ঠিক করে নিতে হবে।
নিজ প্রযোজনা প্রতিষ্ঠান চালু করলে উনার জন্য আরো অনেকটাই ভাল হত।
তবে বর্তমান সময়ে ছুটা-ফুটা নায়ক বেশি থাকার পরেও,
তিনি যে শাকিব খানের পরে নিজের
অবস্থান ধরে রেখেছেন এটাই একটা বড় পাওয়া।
আশাকরি, সামনের দিন গুলোতে তিনি তার নিজের সামান্য কিছু ভুল শোধরিয়ে নিবেন।
Previous
Next Post »