বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এবং সড়ক ও সেতুমন্ত্রী, ওবাইদুল কাদের আইসিইউতে!
সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভর্তি করা হলে, পরে তার
পরীক্ষার মাধ্যমে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
ইতিমধ্যে একটি ব্লক সরানো হয়েছে।
পরবর্তীতে ৭২ ঘন্টার পর বাকি পরিকল্পনা করা হবে।
তবে একটি ব্লক সরানো হলেও তিনি শঙ্কামুক্ত নন বলে
চিকিৎসকরা জানিয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছেন।
ইতিমধ্যেই চলছে তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি।
গনমাধ্যমে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর
ছড়িয়ে পড়লে বিভিন্ন নেতাকর্মী
ও শুভাকাঙ্খীদের মেডিকেলে ভীড় জমে।
মেডিকেল বিদ্যালয়ের উপাচার্য ডাঃ কান্তি বড়ুয়া জানান,
একটা ব্লক অপসারণ করতে পারলেও, তিনি এখনো শঙ্কামুক্ত নন।
উনার উন্নত চিকিৎসার প্রয়োজন। হাসপাতালে যেন বেশি ভীড় নাহয়,
এজন্য তিনি আহবান জানান।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য,দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী রীতিমত তার খোঁজ নিচ্ছেন।
EmoticonEmoticon