গতকাল বৃহস্পতিবার রিলিজ পেয়েছে শাহেনশাহ্ ছবির ২য় গান।
গানটিতে দেখা গেছে এই ছবির তিনজন নায়ক-নায়িকাকেই।
গানটি রিলিজের মাত্র ১৪ ঘন্টার পরেই এর ভিউয়ার ৭০
হাজারের উপরে উঠে এসেছে। যা বাংলা সিনেমায় তাক লাগানোর
একটি বিষয়। এর আগে গতমাসের ২৫ তারিখে শাহেনশাহ্ সিনেমার
রসিক আমার গানটি রিলিজ পায়। যার বর্তমান ভিউয়ার প্রায়
৬ মিলিয়নের কাছাকাছি! মূলত এই ভিউয়ার বৃদ্ধির পিছনে শাকিব খান
ও নুসরাত ফারিয়ার জনপ্রিয়তার বিষয়টি উঠে আসে।
একদিকে শাকিব যেমন এই দেশের সুপারষ্টার, অন্যদিকে শাকিব খানের
অনেক আগে থেকেই নুসরাত ফারিয়া কলকাতায় জন নন্দিত একজন নায়িকা।
তাই কলকাতার শাকিব খানের ফ্যানদের পাশাপাশি ফারিয়া
ফ্যানরাও এই গান গুলো দেখে কিছুটা হলেও ভিউ বাড়িয়ে দিচ্ছে।
আরো পড়ুন
রমযান ঈদে আসছে শাকিব- বুবলির পার্সওয়াড
.
চলচ্চিত্রের দুর্দিনে বাপ্পি চৌধুরীর যা করার দরকার
EmoticonEmoticon