রমযান ঈদে আসছে শাকিব- বুবলির পার্সওয়াড









গুণী নির্মাতা মালেক আফসারী এবার নির্মান করতে যাচ্ছেন পার্সওয়াড।
ছবিটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে।
ইতিমধ্যে সিনেমার কাজ শুরু হয়ে গেছে।
শাকিবের বিপরীতে এ ছবিতে দেখা যাবে শবনম বুবলিকে।
তবে এই ছবির নায়িকা শবনম বুবলিকে নিয়ে সোস্যাল
মিডিয়াতে ঝড় উঠেছে। শাকিব ভক্তের সকলের কাছে বুবলি
একটি অভিশপ্ত অধ্যায়! শাকিব খান বলেন, বর্তমান সিনেমার
অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তাই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে
ছবি নির্মান করতে যাচ্ছি। পার্সওয়াডসহ আমার প্রযোজনা
প্রতিষ্ঠান থেকে সব সিনেমায় আন্তর্জাতিক মানের হবে।
আগামী ঈদুল ফিতরে পার্সওয়াড মুক্তি পাবে বলে তিনি জানান।
Previous
Next Post »