চলচ্চিত্রের দুর্দিনে বাপ্পি চৌধুরীর যা করার দরকার













ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী।
২০১২ সালে ভালবাসার রঙ
সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়।
এ পর্যন্ত তিনি ৩২টি ছবি উপহার দিয়েছেন।
যার বেশির ভাগই ছিল ব্যবসা সফল। অন্যান্য সিনেমা
গুলোতেও প্রশংসা কুঁড়িয়েছেন। বর্তমান ঢালিউড
সিনেমায় চলছে বড় অংকের লোকসান।
বছরে সিনেমা তৈরির সংখ্যা ৩০-৩৫ এ দাঁড়িয়েছে!
যা সিনেমা শিল্পকে ধ্বংসের মুখ দেখাচ্ছেন।
এই পেক্ষাপটে সচেতন ও জনপ্রিয় নায়কদের সিনেমার
পাশে মানবিক দৃষ্টিকোন দিতে হবে।
মানবিক দৃষ্টিকোনের পাশাপাশি তাদেরকে নিজ প্রযোজনার
দিকে ঝুঁকে পড়ার আহবান সর্বপ্রথমে করতে হবে।
বছরে অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও তাদের নিজ
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৪-৫টি ভাল মানের ছবি মুক্তি পেলে,
দর্শক আবারো সিনেমা মুখি হবে এবং সেই সাথে সিনেমা শিল্পকেও টিকিয়ে রাখা সম্ভব হবে।
Previous
Next Post »