ইউটিউবে ঝড় তুলেছে শাকিব ফারিয়ার রসিক আমার গান









গত ২৫ তারিখ ইউটিউবে যুক্ত হয়েছে
শাকিব খান ও নুসরাত ফারিয়ার
"রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে"
গানটি।
প্রথম দিনেই প্রায় ১ মিলিয়ন (১০ লক্ষ) ভিউ হয়েছে!
যা সত্যিই চোখে পড়া মত। এই ক'দিনেই
প্রায় ৩ মিলিয়ন গানটি দেখেছে।
বলা হচ্ছে, গানটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।
উল্লেখ্য যে, শাহেনশাহ ছবিটি আগামী ২২শে মার্চ
সারাদেশ ব্যাপী ছবিটি একযোগে লাগবে।
এ ছবির আরেকটি গান ছবি মুক্তির
আগে ইউটিউবে আসবে বলে ধারণা করা হচ্ছে।
Previous
Next Post »