দুদকের ভুল করা মামলায় যুবকের তিন বছরের জেল খাটা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ভুল করা
মামলায় এক যুবকের তিন বছরের জেল খাটতে হল।
এদিকে গতকাল রাতে কাশিমপুর জেল
থেকে তাকে মুক্তি দেয়া হয়। উচ্চ
আদালতে করা মামলার আপিলে তাকে
বেকসুর খালাস দেয় আদালত। ছাড়া পেয়ে
গনমাধ্যমকে তিনি জানান, ভুল নামের
পরিপেক্ষিতে তাকে ৩ বছর জেল খাটতে হয়েছে।
দুদককে তিনি বার বার বলেছিলেন তার নামের
সাথে জড়িত এই নাম এক না। তিনি আরো জানান,
সরকারকে দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আহবান জানান।
Previous
Next Post »