কবিতা রসিয়া বন্ধুর টানে

কবিতা রসিয়া বন্ধুর টানে
কবিতাটি লিখেছেন 
=>প্রকৌশলী বাপ্পি চৌধুরী
.
 
 উজান গাঁয়ের বটে তলে
আমার বন্ধুর ঘর,
সেথা হতে বের হত
নিশি-রাত্রির পর।
বাঁজাতো বাঁশি মজনু আমার
সঙ্গ কিছুটা পেতে,
আমি লাইলি পাগলপ্রায় হয়ে
হাজির হতাম তার দ্বারে।
ঘন ঘন গরম লোমে বুকে দিত ঠাঁই,
ভাসিয়ে যেতাম প্রেম সীমানায়
মানিতোনা কোন বাই।
Previous
Next Post »