আরেফিন শুভ একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও মডেলিং।
অভিনয়ের অসাধারণ পারফোমেন্সের কারণে তিনি জনপ্রিয় ও জননন্দিত।
জন্ম ও পরিচয়ঃ আরেফিন শুভ ১৯৮২ সালের ২রা ফেব্রুয়ারী
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি মধ্যবৃত্ত ঘরের একজন সন্তান।
মডেলিং জীবনে পর্দাপনঃ ২০০৫ সালে অনেক যোগাযোগ করে মডেলিংয়ের
খাতায় নিজের নাম লেখান। এছাড়াও রেডিও ফূর্তিতেও তিনি ১ বছর
আরজে হয়ে কাজ করেছিলেন।
নাটকের জীবনে পর্দাপনঃ ২০০৭ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর
হ্যাঁ-না নাটকের মধ্য দিয়ে নাটক জীবনে পা রাখেন।
বেশকিছু নাটকের মাধ্যমে সকলের চোখ কাঁড়েন।
সিনেমা জীবনে পর্দাপনঃ খিযির হায়াত খান ২০১০ সালে "জাগো" পরিচালনা করেন।
জাগো সিনেমাতে প্রথমবারের মত বড় পর্দায় উঠে আসেন আরেফিন শুভ।
অন্যান্য ছবি প্রসঙ্গঃ জাগো ছবির পর প্রায় ২ বছরের বেশি সময় তার কোন ছবি
আসেনি। এরপর ২০১৩ সালে "ভালবাসা জিন্দাবাদ" ছবিটি মুক্তি পায়।
ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আইরিন সুলতানা। ২০১৪ সালে
ইখতেয়ার চৌধুরী পরিচালিত "অগ্নি" সিনেময়া কাজ করেন।
ছবিটিতে তিনি ব্যাপক আলোচিত হন। রোমান্টিক ও এ্যাকশন ধর্মী এই ছবিতে
তার বিপরীতে মাহিয়া মাহি কাজ করেছিলেন। একই বছর মুহম্মদ কামাল রাজের
"তারকাঁটা" ও ও আশিকুর রহমান আশিকের "কিস্তিমাত" ছবি করার মাধ্যমে
ঢালিউডে তার শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৫ সাল তার জীবনে নতুন এক
বার্তা নিয়ে আসে। এ বছর শিহাব শাহীন পরিচালিত "ছুঁয়ে দিলে মন" ছবিতে কাজ
করেন। ছবিটি ব্যাপক সাড়া ফেলে ঢালিউডে। পরের বছর ২০১৬ সালে
আশিকুর রহমান আশিক পরিচালিত "মুসাফির" সিনেমাটি সত্যিই এক অসাধারণ কিছু ছিল।
একই বছরে জাকির হোসেন রাজুর "নিয়তি" ও "প্রেমী ও প্রেমী" ছবিটি তার জীবনে
এক আলোড়নের বার্তা নিয়ে আসে। এরপর তিনি পুলিশ এ্যাকশন ধর্মী থ্রিলার সিনেমা
"ঢাকা এটাক" এ কাজ করেন। ছবিটিতে তাকে পুলিশের বোমা নিষ্কিয়
কাজের প্রধান অফিসার হিসেবে দেখা যায়। ছবিতে তার নাম আবিদ রহমান ছিল।
শুভর বিবাহঃ ২০১৫ সালে অর্পিতা সমাদ্দার কে বিয়েঅর্পিতা পেশায় একজন ফ্যাশান ডিজাইনার।
মেরিল প্রথম আলো পুরুষ্কারঃ শিহাব শাহীন পরিচালিত "ছুঁয়ে দিলে মন"
ছবিটি বেশ আলোচনায় আসে। এরি পরিপেক্ষিতে ২০১৫ সালে মেরিল
প্রথম আলো তারকা পুরুষ্কারের সেরা অভিনেতা হিসেবে তিনি এই পুরুষ্কার পান।
EmoticonEmoticon