আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন?
আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজকে আমি আলোচনা করব ২০১৯ সালের সেরা ৪টি পিটিসি সাইট নিয়ে।
যারা নিয়মিত তাদের সদস্যদের পেমেন্ট দিয়েই আসছে।
অগ্রিম কিছু কথাঃ একটি পিটিসি সাইটে কাজ করতে মাত্র ৫-১০ মিনিট
সময় লাগে। তবে ১দিনেই পিটিসি সাইট থেকে রাতারাতি ধনী হওয়া যায়না।
এতে ৪-৫ মাস ধৈর্য্য নিয়ে কাজ করলে,
প্রতিটি সাইট থেকে ১০-১৫ হাজার টাকা ইনকাম করা যায়। তবে কিছু টাকা
ইনভেস্ট করলে ১-২ মাসের মাঝেও এই টাকা ইনকাম করা সম্ভব।
অনেকেই আছেন যারা পিটিসি সাইট পরিচালনা করতে না পেরে একাউন্ট খোলার
১০-১৫ দিনের মধ্যেই কাজ করা ছেড়ে দেয়। আবারো অনেকে আছে প্রথম অবস্থায়
অল্প টাকা ইনকাম হয় বলে ধৈর্য্যহারা হয়ে কাজ করা বাদ দিয়ে দেয়।
আজকে আমি এই সাইট চারটির পুরো কাজ গুলো বলে দিব।
এতেকরে খুব অনায়াসেই এই ৪টি সাইট থেকে মাসে ৪০-৫০ হাজার টাকা ইনকাম
করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
.
পিটিসি সাইট কিঃ পিটিসি শব্দের অর্থ ক্লিক করে টাকা ইনকাম করা।
আপনি যে সাইটে কাজ করবেন, ঐ সাইটে প্রতিদিন ২০-৩০টি এড বিজ্ঞাপন দাতারা দিবে,
আপনি ঐ এড গুলো দেখলে তারা আপনাকে টাকা দিবে।
২০-৩০টি এড দেখতে ৫-১০ মিনিট সময় লাগবে।
Aticlix,Atibuxer: এই চারটি সাইটের মালিক একজন।
পাকিস্তানের আতিফ রাজা এই চারটি সাইটের মালিক তথা এডমিন।
প্রতিটি সাইট একই রকমের। তাই আলাদাভাবে না লিখে চারটি একটি সাথে লিখলাম।
কারণ, একটি বুঝলেই, চারটি সাইটেই বুঝে যাবেন।
সাইট গুলো ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তাদের সদস্যেদের টাকা পরিশোধ করে আসছে।
.
ইনকামের জন্য যা করবেনঃ
১। একাউন্ট খুলতে হবে
২। এড দেখা
৩। ডিরেক্ট রেফারেল বাড়ানো
৪। রেন্টেড রেফারেল বাড়ানো
৫। মেম্বারশীপ আপগ্রেড করা
তবে এখানকার মাঝে এড দেখা ও রেন্টেড বাড়ানোই প্রতিটা পিটিসি সাইটের ইনকামের প্রধান কাজ।
.
১। একাউন্ট খোলাঃ একাউন্ট খোলার জন্য আপনার অবশ্যেই একটি ইমেইল থাকতে হবে।
৪টি সাইটের লিংক নিচে দিলাম,এক এক করে প্রতিটা একাউন্ট খুলুন।
.
(১) https://www.aticlix.net/?ref=Hamedul
.
(২) https://www.atibuxer.com/?ref=Hamedul
.
উপরের একটি লিংকে ক্লিক করলে ঐ সাইটটিতে আপনাকে নিয়ে যাবে।
সাইটে প্রবেশ করার পর, যেখানে Sign up লেখা আছে ঐখানে ক্লিক করতে হবে।
এরপর আপনার সামনে একটি ফরম আসবে।
যেখানে লেখা থাকবে,
Full Name
Username
Confirm Email
Password
Confirm Password
Fullname এর জায়গায় আপনার পুরোনাম দিন।
Username এর জায়গায় আপনার ছোট বা ডাকনামটি দিন।
Email এবং Confirm Email এর জায়গায়, আপনি যে ইমেইলটি বেশি ব্যবহার করেন সেটি দিন।
Password এবং Confirm Pasword এর জায়গায়
আপনার পছন্দের কঠিন ৬-১৫ বর্ণের একই Password দিন।
এবার ঐ লেখা গুলোর নিচে লেখা আছে, Our Term & Condision Accept.
ঐখানে একটি চারকোনা ঘর পাবেন, ওটাতে মাউস নিয়ে ক্লিক করলেই টিক চিহৃ হয়ে যাবে।
এবার ওটার নিচে ইংরেজি শব্দের ৫টি বর্ণের একটি ক্যাপচার দেখা যাবে।
ক্যাপচারে যে বর্ণ গুলো আছে তা লিখে নিচে Sign Up এ ক্লিক করলেই একাউন্ট খুলে যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ একটি ফোন বা একটি কম্পিউটার দিয়ে প্রতিটা সাইট একটি করেই
খোলা যাবে। যদি একের বেশি খুলেন, তাহলে টাকা তোলার সময় দেখবেন সব সাইট বাতিল
হয়ে গেছে। কারণ,প্রতিটা সাইটে একাউন্ট খোলার সাথে সাথে তারা আইপি ধরে।
.
২। এড দেখাঃ একাউন্ট খোলার পর আপনার প্রথম কাজ হচ্ছে এড দেখা।
এড দেখার জন্য আপনাকে সাইটে লগইন করতে হবে। সাইটে গিয়ে লগইনে ক্লিক করলে,
Username আর Password চাইবে। একাউন্ট খোলার সময় যে Username আর Password
দিয়ে খুলেছিলেন, তা দিয়ে Login করুন। ব্যাছ আপনি সাইটে প্রবেশ করেছেন।
এবার এড দেখার জন্য Earn এ মাউস নিয়ে গেলে বেশকিছু অপশন দেখাবে।
সেখান থেকে View Add অপশনে ক্লিক করলে এডড গুলো আপনার সামনে চলে আসবে।
সেখান থেকে প্রতিটা এড এক এক করে দেখে ফেলুন। সব গুলো এড দেখতে ৫-১০
মিনিট সময় লাগবে। সবগুলো দেখলে আপনার ইনকাম হবে ৫-৭ সেন্ট।
বাংলাদেশী টাকায় ৪-৫ টাকা!!!
এখন আপনি হয়তো প্রশ্ন করবেন ভাই, এতকিছু শিখা ও পরিশ্রমের পর প্রতিদিন ৪-৫ টাকা
ইনকাম করার জন্য সাইটে প্রবেশ করব?
উত্তরে আমি বলব না।
কারণ এক কাপ চায়ের দামও আজকাল ৫-১০ টাকা। এবার আমি বলব,
ভাই নিচের ৩,৪ ও ৫ নম্বর পয়েন্ট দেখুন। তাহলেই বুঝবেন পিটিসি সাইট আসলে কি।
কিভাবে পিটিসি সাইটের ৪-৫ টাকাকে ১০-১৫ হাজার টাকা করা যায়, তা নিচের পয়েন্ট
গুলো ভালভাবে পড়লেই বুঝবেন। তো চলুন, দেখে নেয়া যাক ৩,৪ ও ৫ নম্বর পয়েন্ট গুলো।
.
৩। ডিরেক্ট রেফারেল বাড়ানোঃ আপনি এখন উক্ত চারটি সাইটের সদস্য।
সাইটের সদস্য হিসেবে আপনাকে একটা লিংক দেয়া হবে। ঐ লিংকে ক্লিক করিয়ে আপনি যদি
কাউকে ঐ সাইটের সদস্য বানাতে পারেন,তাহলে সে যতদিন কাজ করবে আপনি একটা কমিশন
পেতেই থাকবেন। এতেকরে তাকে আপনার টাকা দিতে হবেনা।
আপনার লিংকে ক্লিক করে একাউন্ট খোলার জন্য ঐ সাইট তার কাজের বিনিময়ে আপনাকে
সামান্য কিছু হাফ সেন্ট ০.০০৫ কমিশন দিবে। এতেকরে আপনি কিছু বাড়তি ইনকাম করে
নিতে পারবেন। সে প্রতিদিন কাজ করলে আপনি হাফ সেন্ট করে পেতেই থাকবেন।
এতে তার টাকা থেকে আপনাকে এ কমিশন দেয়া হবেনা। বরং এটা আপনার লিংকে অন্যকাউকে
একাউন্ট খুলিয়ে দিয়ে এই সাইটে সদস্য করার জন্য, সাইট আপনাকে উপহার বা কমিশন দিবে।
এটাকেই বলে ডিরেক্ট রেফারেল।
যেমনটা আমি দিয়েছি উপরের চারটি লিংকে।
ওগুলো আমার রেফারেল লিংক।
আশাকরি আপনারা যারা এই একাউন্ট গুলো খুলবেন, তারা আমার রেফারেল লিংকে ক্লিক করেই একাউন্ট খুলবেন। এতে আমি কিছুটা উপকৃত হবো এবং আমার এই এতবড় লেখাটা সার্থক হবে।
যাইহোক, আপনার রেফারেল লিংক পেতে সাইটের Bannar লেখা যেখানে আছে,
ঐখানে ক্লিক করে সংগ্রহ করে নিন। . বিশেষ দ্রষ্টব্যঃ ডিরেক্ট রেফারেল পাওয়া অনেকটা কঠিন
ও ঝামেলাকর।
সকলে এটা করতে পারেনা। আপনার কোন চিন্তা নেই। কারণ ৪ নম্বর রেন্টেড রেফারেল বাড়ানো
অপশনটা ভালভাবে পড়ুন। ৪ নম্বর অপশনটিই প্রতিটা পিটিসি সাইটের ইনকাম বাড়ানোর প্রধান কারণ।
.
৪। রেন্টেড রেফারেল বাড়ানোঃ রেন্টেড রেফারেল মানে, ভাড়া করা সদস্য।
যারা আপনার-মত ঐ সাইট গুলোর সদস্য। যদি আপনি রেন্টেড বাড়াতে পারেন, তাহলে প্রতিটা
সাইট থেকে ১০ হাজার টাকার বেশিও ইনকাম করতে পারবেন। তারা প্রতিদিন কাজ করলে
আপনি কমিশন পাবেন। সাধারণত প্রতিটা সাইট ৩০ দিন থেকে ২৪০ দিন পর্যন্ত রেন্টেড
ভাড়া দিয়ে থাকে। এই সাইট গুলোতে ৫ জন থেকে ১০০ জন পর্যন্ত রেন্টেড কেনা যায়।
৫ জন রেন্টেড কিনতে ১ ডলার,১০ জন কিনতে ২ ডলার,২৫ জন কিনতে ৫ ডলার,৫০ জন
কিনতে ১০ ডলার এবং সর্বোচ্চ ১০০ জন কিনতে ২০ ডলার লাগে। আপনি যদি ইনভেস্ট না
করেন তাহলে আপনাকে প্রথম ৩-৪ মাস খুব কষ্ট করে আস্তে আস্তে রেন্টেড রেফারেল কেনার
টাকা যোগাড় করতে হবে।
তো চলুন দেখে নেয়া যাক, টাকা ইনভেস্ট করা ছাড়া আপনি কিভাবে প্রতিটা সাইট থেকে রেন্টেড বাড়িয়ে ১০-১৫ হাজার টাকা ইনকাম করবেন। যখন আপনি এই সাইট গুলোতে একাউন্ট খুলেছেন, তখন থেকেই আপনি এই সাইট গুলোর একজন স্ট্যান্ডার্ড (সাধারণ) মেম্বার। সাধারণ মেম্বার হিসেবে তারা ২৪ ঘন্টা পর পর আপনাকে ৩০-৪০ টি এড দেখার সুযোগ দিবে। সব গুলো এড ৫-১০ মিনিট দেখার পর আপনার মেইন ব্যালেন্সে ৭-৮ সেন্ট জমা হবে। ধরি প্রতিদিন আপনার ৭ সেন্ট ইনকাম
হবে। তাহলে একাউন্ট খোলার পর লাগাতার ১৫ দিন কাজ করলে আপনার মেইন ব্যালেন্সে
(১৫ গুন ০.০৭=১.০৫) ডলার জমা হবে। অর্থাৎ ১ ডলার ৫ সেন্ট। এই মেইন ব্যালেন্সকে পারসেজ
ব্যালেন্সে ট্রান্সফার করুন। কারণ রেফারেল কিনতে এবং আপগ্রেড করতে পারসেজ ব্যালেন্সে
টাকা নিয়ে যেতে হয়। যাইহোক, এবার এই ১ ডলার দিয়ে ৩০ দিনের জন্য ৫ জন রেন্টেড ভাড়া
করুন। ভাড়া নেয়ার পর তাড়া কাজ করলে তাদের কাছ থেকে আপনি প্রতিদিন ০.০১৫ অর্থাৎ
দেড় সেন্ট করে পাবেন। তাহলে তখন প্রতিদিন আপনার ইনকাম দাঁড়াবে
(০.০১৫ গুন ৫ জন রেন্ডেড= ০.০৭৫ সেন্ট)
আপনার প্রতিদিনের ৭ সেন্ট সহ মোট (০.০৭৫+০.০৭= ০.১৪৫ সেন্ট)
এভাবে আরো ৭ দিন কাজ করলে আপনার একাউন্টে আবারো ১ ডলার জমা হবে।
ঐ ১ ডলার দিয়ে আগের মত আবারো ৫ জন রেন্টেড কিনুন। এখন আপনার রেন্টেড সংখ্যা ১০ জন।
যারা প্রতিদিন কাজ করলে আপনার একাউন্টে (০.০১৫ গুন ১০ জন=০.১৫ সেন্ট) জমা হবে।
তখন আপনার ইনকামসহ তাদের কমিশন মিলিয়ে আপনার একাউন্টে প্রতিদিন
(০.১৫+ ০.০৭=০.২২ সেন্ট) জমা হয়। এভাবে আরো ৮ দিন কাজ করলে আপনার একাউন্টে
২ ডলার জমা হবে। ঐ ২ ডলার দিয়ে আগের মত আরো ১০ জন রেন্টেড ভাড়া করুন।
এখন আপনার ২০ জন রেন্টেড আছে। যারা প্রতিদিন কাজ করলে আপনার একাউন্টে
(০.০১৫ গুন ২০=০.৩০ সেন্ট) জমা হয়। আপনার ০.০৭ সেন্ট সহ তাদের টাকা মিলে
(০.৩০+০.০৭=০.৩৭ সেন্ট) প্রতিদিন ইনকাম হয়।
এভাবে আরো ১৪ দিন কাজ করলে আপনার একাউন্টে ৫ ডলার জমা হবে।
ঐ ৫ ডলার দিয়ে আরো ২৫ জন রেফারেল ভাড়া করুন। এখন আপনার রেফারেল সংখ্যা ৪৫ জন।
যারা প্রতিদিন কাজ করলে আপনার একাউন্টে (০.০১৫ গুন ৪৫=০.৬৭৫ সেন্ট) জমা হয়।
আপনার ইনকাম সহ প্রতিদিন (০.৬৭৫+০.০৭= ০.৭৫ সেন্ট) জমা হয়।
এভাবে আরো ৭ দিন কাজ করলে আপনার একাউন্টে আরো ৫ ডলার জমা হবে।
ঐ ৫ ডলার দিয়ে আরো ২৫ জন রেফারেল কিনুন। এভার আপনার রেফারেল সংখ্যা দাঁড়াল ৭০ জন।
এই ৭০ জন নিয়মিত কাজ করলে আপনার একাউন্টে প্রতিদিন (০.০১৫ গুন ৭০= ১.০৫ সেন্ট) জমা হবে।
আপনার ০.০৭ সেন্ট সহ তখন প্রতিদিন (১.০৫+০.০৭= ১.১২ সেন্ট জমা হবে।
এভাবে ৮ দিন কাজ করলে আপনার একাউন্টে ১০ ডলার জমা হবে।
ঐ ১০ ডলার দিয়ে ৫০ জন রেফারেল ভাড়া করুন। এভার আপনার রেফারেল সংখ্যা ১২০ জন হলো।
তারা প্রতিদিন কাজ করলে তাদের থেকে আপনি (০.০১৫ গুন ১২০=১.৮০ সেন্ট) পাবেন।
আপনার ০.০৭ সেন্ট সহ আপনার প্রতিদিন ইনকাম (১.৮০+০.০৭=১.৮৭ সেন্ট) হবে।
এভাবে আরো ১০ দিন কাজ করলে আপনার একাউন্টে ১৬ ডলার জমা হবে।
ঐ ১৬ ডলার দিয়ে এবার ৮০ জন রেফারেল কিনুন।
এবার আপনার রেন্টেড রেফারেল সংখ্যা ২০০ জন হলো!!!
ধন্যবাদ আপনাকে আপনার কষ্টের দিন শেষ।
কারণ, এই ২০০ জন রেন্টেড রেফারেল প্রতিদিন কাজ করলে আপনার একাউন্টে প্রতিদিন ৩ ডলার জমা হবে। অর্থাৎ ১ মাসে ৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় ৭ হাজার টাকা।
এবার আপনি রেন্টেড কেনা বন্ধ করে দেন। কিভাবে আপনি এই ৯০ ডলার থেকে ১৮০ ডলার করবেন,
তা আমি ৫ নম্বর অপশনে বলে দিব। তাই গভীরভাবে ৫ নম্বর অপশনটি পড়ুন।
.
বিশেষ দ্রষ্টব্যঃ ১ মাস পর পর ভাড়া করা রেন্টেড রেফারেল গুলোকে আবারো
১ মাসের জন্য রিনিউ করতে হবে। রিনিউ মানে মাস শেষ হবার ১-২ আগে তাদের প্রতিজনকে
আবারো ০.২০ সেন্ট করে টাকা পরিশোধ করতে হবে। আর যেসব রেন্টেড লাগাতার ৫ দিন কাজ
করবেনা,তাদেরকে Rcycle করতে হবে। Rcycle করলে ঐ সাইট আপনাকে ওর জায়গায় আরেকজন
এক্টিভ সদস্য দিবে।
.
৫। একাউন্ট আপগ্রেড করাঃ এখন আপনার ২০০ জন রেন্টেড রেফারেল আছে।
যারা প্রতিদিন কাজ করলে আপনি প্রতিদিন ৩ ডলার ইনকাম করছেন।
মাসে ৯০ ডলার। আপনি এই ৯০ ডলারকে কিভাবে ১৮০ করতে পারবেন তা এখন বলব।
আপনি যখন এই সাইট গুলোতে একাউন্ট খুলেছেন তখন আপনি এই সাইট গুলোর সাধারণ মেম্বার।
সাধারণ মেম্বার হিসেবেই এই কয়েক মাস আপনি কাজ করেছেন।
এবার আপনাকে ২ গুন ইনকাম করার জন্য গোল্ডেন মেম্বার হতে হবে।
আপগ্রেড কেন করবেন?
১। আপনার ইনকাম ২ গুন হবে। অর্থাৎ ১৪ সেন্ট
২। ডিরেক্ট রেফারেলের কমিশন ২ গুন পাবেন
৩। রেন্টেড রেফারেলের কমিশন ২ গুন পাবেন।
অর্থাৎ যে ২০০ রেন্টেড রেফারেল প্রতিদিন ক্লিক করলে আপনি ৩ ডলার পেতেন,
আপগ্রেড করার পর ৬ ডলার পাবেন। অর্থাৎ মাসে ৯০ ডলারের জায়গায় ১৮০ ডলার!!!
.
আপগ্রেড কত দিনের হয়?
প্রতিটা পিটিসি সাইটে আপগ্রেড ১ মাস থেকে ১ বছর পর্যন্ত করা যায়।
তবে আমি এই ৪টি সাইটে ১ মাসের জন্য আপগ্রেড করে নেই।
১ মাস হলে আবারো আপগ্রেড রিনিউ করে নেই।
যাইহোক, আপনারা ১ মাসের জন্যেও নিতে পারেন আবার ১ বছরের জন্যেও নিতে পারেন।
.
আপগ্রেড করতে কত টাকা লাগে?
১ মাসের জন্য আপগ্রেড করতে ১৫ ডলার এবং ১ বছরের জন্য আপগ্রেড করতে ১০০ ডলার লাগে।
আপগ্রেড করার জন্য অবশ্যেই পারসেজ ব্যালেন্সে উক্ত টাকা রাখতে হবে।
আপগ্রেড করার জন্য ঐ সাইটের আপগ্রেড অপশনে ক্লিক করে আপগ্রেড করে নিবেন।
.
কিভাবে টাকা পাবেন?
পিটিসি সাইট গুলো থেকে টাকা লেনদেনের মেইন
একাউন্ট হচ্ছে পারফেক্ট মানি।
একটি পারফেক্ট মানি একাউন্ট খুলে নিন। যাদের পারফেক্ট মানি একাউন্ট নেই তারা
নিচের লিংকটাতে ক্লিক করে সহজেই একটি একাউন্ট খুলে ফেলুন।
একাউন্ট খোলার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
perfectmoney.is
.
এই সাইট চারটিতে ৫ ডলার হলেই আপনি যখন-তখন টাকা তুলতে পারবেন।
এরপর ঐ টাকা ঐখান থেকে সরাসরি Bkash বা Rocket এ নিতে পারবেন।
.
বিশেষ দৃষ্টি আকর্ষণঃ এই লেখাটি আমি ৭-৮ ঘন্টা সময় নিয়ে লিখেছি।
কারণ অনলাইনে অনেকেই আছেন যারা টাকা ইনকাম করতে পারেননা।
কিংবা ভূয়া সাইট গুলোতে কাজ করে লস খেয়েছেন। তাদেরকে ইনকামের সহযোগিতা
করার জন্যেই এতোটা বড় ও গভীরভাবে আমি এই লেখাটি লিখেছি।
যেন আমার এই লেখাটি পড়ে যেকেউ সহজেই চোখ বুঝে কাজ গুলো করতে পারে।
তাই, আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এই বড় পোষ্টটি পড়ে এই সাইট গুলোতে কাজ করতে চান,
তারা অবশ্যেই আমার রেফারেল লিংকে ক্লিক করে একাউন্ট খুলবেন।
এতেকরে আমি কিছুটা ইনকামের পাশাপাশি আমার লেখাটা সার্থক হয়েছে বলে মনে করব।
তাই যারা এখনো একাউন্ট খুলেন নাই, তারা এক এক করে নিচের সাইট গুলো খুলে ফেলুন।
সাইট লিংক গুলো
.
(১) https://www.aticlix.net/?ref=Hamedul
.
(২) https://www.atibuxer.com/?ref=Hamedul
.
কোন প্রকার সমস্যা হলে আমার নিচের নম্বরে ফোন করুন। আমি আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।
আমার ফোন নম্বর 01774355943
.
EmoticonEmoticon