ব্লগিঃ আমরা প্রতিদিনের কাজ-কর্ম গুলো কথা বলে প্রকাশ করতে চাই।
কেউ কেউ তার সারাদিনের কাজ গুলো সব বলতে আগ্রহী থাকি।
আবার কেউ কেউ আছেন নিজের কিছু কথা মানুষের মাঝে বলতে
ভালবাসেন। আবার এমনো হয়, নিজের কথা গুলো কেউ গোপন রেখে
আড়ালভাবে প্রকাশ করতে চায়। অনেক সময় দেখা যায়, নিজের
জড়তার জন্য নিজের কথা গুলো কাউকে প্রকাশ করা সম্ভব হয়ে উঠেনা।
তখন তারা নিজেদের গোপন ও অপ্রকাশ্য কথা গুলো ইন্টারনেটের বিভিন্ন
সামাজিক মাধ্যম গুলোতে প্রকাশ করে। যেমন ফেসবুক,টুইটর,ভাইভার,
ইমেইলসহ ইউটিউবেও। আর মানুষের এসব ধারণা থেকেই জন্ম নিয়েছে
ব্লগিংয়ের। একটা ব্লগ খুলে মানুষ তার প্রতিদিনের কাজ-কর্মের বিষয় গুলো
প্রকাশ করে থাকেন। ব্লগিং ইন্টানেটের বড় বড় সার্চ ইন্জিন যেমন গুগল,
ইয়াহু,বিং ইত্যাদির সাথে যুক্ত থাকে।
যারফলে পৃথিবীর সকলেই আপনার লেখাটি সার্চ দিয়ে সহজেই পড়তে পারে।
.
কেন ব্লগিং করবেনঃ সার্চ ইন্জিন গুলো চলে ওয়েবসাইট দিয়ে। প্রত্যেকটা
ওয়েবসাইট এক একটা ব্লগ। যারা ব্লগ (লেখালেখি) লেখেন, তাদেরকে ব্লগার
বা ব্লগিং করা বলে। আজকাল সোস্যাল মিডিয়াতেও ব্লগিংয়ের সাইট গুলো
শেয়ার করা হয়। যেমন, বাংলাদেশের সেরা পত্রিকা "প্রথম আলো"
ফেসবুকে তাদের পেজে ১ কোটির উপরে লাইক আছে। কয়েক মিনিট পর পর
তারা ফেসবুকে পোষ্ট করে। লেখা গুলো অনেক বড় হয়ে থাকে। এত লেখা কেউ
বার বার লিখতে পারেনা। তারা প্রথমে ওয়েবসাইটে লিখে। তারপর নিজেদের
ফেসবুকে ঐ ওয়েবসাইটের লিংকটা শেয়ার করে দেয়। যারফলে, হাজার হাজার
লোক তাদের ঐ ফেসবুক
পেজের শেয়ার করা পোষ্টটি দেখে এবং পেজের পোষ্টে লাইক-কমেন্ট করে।
যখন তারা ঐ লিংকটাতে ক্লিক করে, তখন তাদেরকে প্রথম আলোর ওয়েবসাইবে নিয়ে যায়।
সেখানে তাদের লেখা সম্পূর্ণ পোষ্টটি দেখে পড়ে নেই। এতে প্রথম আলোর পেজে ভিউ বাড়ে।
এই ভিউ বাড়াটিই সকল ওয়েবসাইট মালিকদের প্রধান কাজ।এতে করে তাদের ওয়েবসাইটে
হাজার হাজার ভিজিটর বাড়ার কারণে তারা এক সময়, তাদের ওয়েবসাইটে গুগল এডসেন্স
ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করে। ওয়েবসাইটে ব্লগ লিখে এভাবে লাখো লাখো টাকা
ইনকাম করতেছেন অনেকে। গুগলের এড ব্লগে বসা ছাড়াও ব্লগ
থেকে আরো অন্যান্য উপায়েও টাকা ইনকাম করা যায়। এই বিষয়টি সম্পর্কে পড়ে লিখব।
.
ইনকামের জন্য আরো পড়তে পারেন,
.
Neobux থেকে প্রতিদিন ইনকাম করুন 15-20 ডলার
.
Ojooo ওজো থেকে প্রতিদিন ইনকাম করুন ১২-১৫ ডলার
.
Scarlet Clicks থেকে প্রতিদিন ১০-১২ ডলার ইনকাম করুন
.
Gptplanet Ptc Site থেকে ২০ হাজার টাকা মাসে ইনকাম করুন
.
Sprizads থেকে মাসে ২৫ হাজার টাকা ইনকাম করুন
.
Cliquebook থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা ইনকাম করুন
.
EmoticonEmoticon