বাপ্পি অপুর আংটি বদল হচ্ছে









সময়ের ব্যস্ত নায়ক বাপ্পি চৌধুরী।
যুগোপযোগী ছবির মধ্য দিয়ে নিজের
ক্যারিয়ারকে চাঙ্গা করে তুলেছে।
অপরদিকে ঢালিউডের কুইন নামে
খ্যাতি অর্জন করেছে অপু বিশ্বাস।
এবার দু'জনেই এক হচ্ছেন।
আংটি বদলের মাধ্যমে ইতি টানতে চাচ্ছেন তারা।
এ প্রসঙ্গে গুণী নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, 
বাপ্পি-অপুর কেমিস্ট্রির মধ্যে দিয়ে নতুন
কিছু দর্শকদের দিতে যাচ্ছি।
এবার তাদের আংটি বদলের মধ্যে দিয়ে
শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর ক্যামেরা বন্ধ করা হবে।
শাকিব খানের শুটিং বাড়ি "জান্নাতে" আংটি বদলের কাজ হবে।
এটা সম্পূর্ণ একটা বিনোদন মূলক ছবি।
সাধারণত কোন ছবি দেখে দর্শকেরা তা পড়ে বলতে পারেনা।
এই ছবি দেখে সকলেই তা মনে রাখবে।
যতক্ষণ হলে থাকবে ততক্ষণ পূর্ণ বিনোদন
পাবে বলে এই ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান।
Previous
Next Post »