হুমায়ুন আহমেদ স্যারের কয়েকটি বাণী


"""যে জিনিস চোখের সামনে থাকে
তাকে আমরা ভুলে যাই
যে ভালবাসা সব সময় আমাদের ঘিরে রাখে
তার কথা আমাদের মনে থাকেনা!
মনে থাকে হঠাৎ আসা ভালবাসার কথা"""

"""কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে।
যে মানুষ মিথ্যা বলতে পারেনা সে সৃষ্টিশীল মানুষ না!
রোবট টাইপ মানুষ"""

"""পৃথিবীর সব মেয়েদের ভিতর অলোকিক একটা ক্ষমতা থাকে।
কোন পুরুষ তার প্রেমে পড়লে সঙ্গে সঙ্গে মেয়েটি তা বুঝতে পারে!
এই ক্ষমতা পুরুষদের মধ্যে নেই।
তাদের কানের সামনে মুখ নিয়ে কোন নারী যদি বলে,
"শোনোনা আমার খুব কষ্ট হচ্ছে আমি মরেই যাচ্ছি"
এটার পরেও পুরুষ বুঝেনা! সে মনেকরে
মেয়েটা বোধহয় এপেন্ডিসাইডের ব্যাথায় মরে যাচ্ছে"""
Previous
Next Post »