দাগ হৃদয়ে ছবিটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
সম্পূর্ণ মৌলিক গল্পের আঙ্গিকে ছবিটি নির্মাণ
করেছেন নির্মাতা তারেক শিকদার। বলা হচ্ছে,
বাপ্পি আঁচল জুটির শেষ ছবি এটি। ছবিটিতে
আঁচলের পাশাপাশি অভিনয় করেছেন এ সময়ের
ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমাটি প্রসঙ্গে
এ ছবির পরিচালক তারেক শিকদার জানান,
আগামী ৮ই ফেব্রুয়ারী ভালবাসা দিবস উপলক্ষে
সারাদেশ ব্যাপী মুক্তি পাচ্ছে দাগ হৃদয়ে। প্রথম দিকে
এই ছবিটির নাম দাগ দেয়া হয়েছিল। পরবর্তীতে
তা পরিবর্তন করতে চাইলে তা আবেদন করে
পরিবর্তন করি। এটা মৌলিক গল্পের আলোকে নির্মিত
একটি সিনেমা। দর্শকেরা এতে করে ভালো কিছু পেতে
যাচ্ছে। যতক্ষণ তারা হলে থাকবে ততক্ষণ নতুন কিছু
পেয়েই বসে থাকবে। এছাড়া বাপ্পি এ সময়ের ঢালিউডের
একজন ব্যস্ত নায়ক। বাপ্পি আঁচল জুটি সকলের কাছে
গ্রহণযোগ্যতা পেয়েছে। মিমের সঙ্গেও সিনেমাতে বাপ্পির
কেমিস্ট্রি অসাধারণ।
সবমিলে ছবিটি ভাল কিছু দিতে যাচ্ছে বলে আশাবাদী।
EmoticonEmoticon