চাঁদ নিয়ে গবেষণা অনেক কিছু নয়।
চাঁদের বুকে ১৯৬৯ সালে পা দেয়ার
আগ থেকেই পৃথিবীর এই একমাত্র
উপগ্রহকে নিয়ে চলেছে গভীর অনুসন্ধান
ও দীর্ঘ রিসার্চ। এরিই পরিপেক্ষিতে চীন
এবার পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদে
গাছের জন্ম দিতে সমর্থ হয়েছেন।
বিষয়টি মার্কিন গনমাধ্যম গত মঙ্গলবার
জানিয়েছেন। চীনা এই স্যাটেলাইটটি এই
কাজ সম্পাদনের আগেই একটি স্যাটেলাইট
চাঁদের উল্টো পিঠে পাঠিয়েছিলেন।
এরি পরিপেক্ষিতে এবার তারা নতুন স্যাটেলাইটে
করে তুলা বীজ নিয়ে চাঃদের পৃষ্ঠে পৌঁছাতে সমর্থ
হয়েছে। চাঁদে পৌঁছানোর পর তুলা বীজে আপনা-আপনি
পানি আসতে থাকে। এই পানি থেকেই তুলা বীজের
অঙ্কুরোদগম গজায়। এটিই চাঁদের বুকে
গাছ গজানো কোন গাছ। যা ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে।
EmoticonEmoticon