কাতার মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক দেশ।
দেশটিতে মোট ২৪০০ মসজিদ রয়েছে।
এখানকার অধিকাংশই ঈমাম বাংলাদেশী।
২৪'শ মসজিদে প্রায় ১৩'শ বাংলাদেশী ঈমাম
রয়েছে! খবর নিয়ে জানা যায়, কাতার
বাসীরা বিশ্বাস করেন, বাংলাদেশী ঈমামরা
ইসলামিক অনেক জ্ঞান জানেন এবং
সঠিকভাবে কুরআন উচ্চারন করতে পারেন।
এ প্রসঙ্গে বেশকিছু ঈমাম জানান,
কাতারের লোকেরা বাংলাদেশী
আলেমদের খুব ভালবাসেন ও মানেন।
এখানে ট্রাফিক পুলিশ সকলকে সার্চ করলেও,
ঈমামদের সার্চ করেননা। পুলিশেরা বিশ্বাস করেন,
আলেমরা কখনো নেগেটিভ কাজ করতে পারেনা।
সবমিলে, আমরা বাংলাদেশী আলেমরা এখানে বেশ ভালোই আছি।
EmoticonEmoticon