কবরে যা যা যায়

কবরে মোট ৩টি জিনিস
যায়, আর তাহলো
১। নিজের আমল
২। সদকায়ে জারিয়া
৩। নেক সন্তানের দোয়া
.
১_নিজের_আমলঃ
.
একজন মানুষ মারা যাওয়ার
সঙ্গে সঙ্গে তার নেক-আমল
বন্ধ হয়ে যায়।
নবীজী মুহম্মদ (সঃ)
বলেন
.
"""আদ দুনিয়া মাযর আতুল
আখিরহ"""
.
অর্থঃ দুনিয়া হচ্ছে আখিরাতের
শস্যক্ষেএ।
অর্থাৎ দুনিয়াতে যে যেই
রকম করবে, আখিরাতে
বা কবরে সে সেই
রকমই পাবে।
.....
২_সদকায়ে_জারিয়াঃ
.
মৃত ব্যক্তি যদি তার জীবিত
অবস্থায় থাকার সময়
এমন কিছু
জনকল্যাণ মুখী কাজ করে
যা দ্বারা মানুষেরা
উপকৃত হয়,
তাহলে ঐগুলো নির্মাণ করার
পর থেকে মৃত ব্যক্তি
এর একটি অংশ
সওয়াব কেয়াতের আগ
পর্যন্ত কবরে পেতেই
থাকবে।
যেমন,
১। মসজিদ
২। মাদ্রাসা
৩। হাসপাতাল-ক্লিনিক
৪। ব্রিজ-কালভার্ট
৫। নলকূপ
৬। গ্রন্থাগার
৭। দাতব্যলয়
ইত্যাদি.....
.
৩_নেক_সন্তানের_দোয়াঃ
.
মৃত ব্যক্তির কাছে সবচেয়ে
যেই দোয়াটি কার্যকর
তাহলো, তার
নিজের সন্তানের দোয়া।
নবীজী (সঃ)
.
"""মৃত ব্যক্তির কোন সন্তান
যদি তার মা-বাবার জন্য
দোয়া করে, তাহলে
তা আসমানের
কোন জায়গায় আটকায় না
থেকে সরাসরি আল্লার
কাছে চলে যায়"""
.....
আল্লাহ আমাদের ঙানের সাথে
মানার তৌফিক দান
করুক [ আমিন]
Previous
Next Post »