অনেক সফল ব্যবসায়ী
রয়েছেন যারা কাজে হাত
দেয়ার পরপরই কাজের গতি থামিয়ে দেন।
পিছু হাটে আগের পথেই। এর প্রধান একটি
কারণ শুরুতেই লসের বিরাট ভয়ের একটি ধাক্কা।
এই দিকটি তাদের এড়িয়ে চলতে হবে। সফলতা কোন
কষ্টি পাথর নয়, যে ঘষলেই চলে আসবে। মনে করুণ,
আপনি একজন সরকারী কর্মচারী। আপনি রংপুর জেলার
একটি সরকারী প্রতিষ্ঠানে কাজ করেন। উপর মহল (ঢাকা)
থেকে সরকারী ডাক এসেছে, তাই আপনাকে ঢাকাই যেতে হবে।
এবার আপনি চিন্তা করতেছেন কিসে চড়ে ঢাকা যাবেন।
প্রথমেই আপনার মাথায় এলো বিমানের কথা। কারণ এটাতে
খুব তাড়াতাড়ি ও আরামে যাওয়া যায়। কিছুক্ষণ পর আপনার
মাথায় ভূত চেপে বসল! যদি বিমানটি উপর থেকে পড়ে বির্ধস্ত হয়!
এবার আপনি ভাবতেছেন বাসের কথা। এটাতে বিমানের চেয়ে
একটু বেশি সময় লাগলেও নিরাপদ আছে। পরক্ষণেই ভেবে বসলেন
এক্সিডেন্টের কথা। আর যাওয়া হলোনা। তবে সরকারী ডাক,
যেতেই হবে আপনাকে এই কথা ভেবে নিরাপদ ট্রেনের কথা
আপনার মনে পড়ল। ট্রেন আস্তে চললেও এক্সিডেন্ট কম হয়।
কিছুক্ষণ পর আপনার মনে পড়ল যমুনা সেতুর কথা! যদি ট্রেনটি
যমুনার সাইট দিয়ে চলার সময় ভেঙ্গে নিচে পড়ে! তাহলে তো আমি
শেষ।আপনি বিমানে যেতে পারলেননা বির্ধস্ত হয়ে যাওয়ার ভয়ে! বাসে
পারলেননা এক্সিডেন্ট হতে পারে বলে! ট্রেনে গেলেননা ব্রিজ থেকে নিচে
পড়ে যাবেন বলে! তাহলে কি আপনি ঢাকা যাবেন না???
অবশ্যেই আপনাকে যেতে হবে। সরকারী তলব বলে কথা।
অতচ যাদের প্রয়োজন এবং অপ্রয়োজন তারা অনায়াসেই দেশের এক প্রান্ত
থেকে অন্য প্রান্তে যাচ্ছে। এমনি প্রয়োজন-অপ্রয়োজনে বাহিরের দেশেও যাচ্ছে।
তাদের কিছুই হচ্ছেনা। হাতেগোনা দু'একজনের সমস্যা হতেই পারে। এজন্য কি
মানুষেরা সামনে বা কাজের তাগিদে পা বাড়াবেনা।
এই ভয়টিকেই জয় করতে হবে সর্বপ্রথম। তারপরেই নাহয় সফলতার অন্য ধাপ গুলো।
দেয়ার পরপরই কাজের গতি থামিয়ে দেন।
পিছু হাটে আগের পথেই। এর প্রধান একটি
কারণ শুরুতেই লসের বিরাট ভয়ের একটি ধাক্কা।
এই দিকটি তাদের এড়িয়ে চলতে হবে। সফলতা কোন
কষ্টি পাথর নয়, যে ঘষলেই চলে আসবে। মনে করুণ,
আপনি একজন সরকারী কর্মচারী। আপনি রংপুর জেলার
একটি সরকারী প্রতিষ্ঠানে কাজ করেন। উপর মহল (ঢাকা)
থেকে সরকারী ডাক এসেছে, তাই আপনাকে ঢাকাই যেতে হবে।
এবার আপনি চিন্তা করতেছেন কিসে চড়ে ঢাকা যাবেন।
প্রথমেই আপনার মাথায় এলো বিমানের কথা। কারণ এটাতে
খুব তাড়াতাড়ি ও আরামে যাওয়া যায়। কিছুক্ষণ পর আপনার
মাথায় ভূত চেপে বসল! যদি বিমানটি উপর থেকে পড়ে বির্ধস্ত হয়!
এবার আপনি ভাবতেছেন বাসের কথা। এটাতে বিমানের চেয়ে
একটু বেশি সময় লাগলেও নিরাপদ আছে। পরক্ষণেই ভেবে বসলেন
এক্সিডেন্টের কথা। আর যাওয়া হলোনা। তবে সরকারী ডাক,
যেতেই হবে আপনাকে এই কথা ভেবে নিরাপদ ট্রেনের কথা
আপনার মনে পড়ল। ট্রেন আস্তে চললেও এক্সিডেন্ট কম হয়।
কিছুক্ষণ পর আপনার মনে পড়ল যমুনা সেতুর কথা! যদি ট্রেনটি
যমুনার সাইট দিয়ে চলার সময় ভেঙ্গে নিচে পড়ে! তাহলে তো আমি
শেষ।আপনি বিমানে যেতে পারলেননা বির্ধস্ত হয়ে যাওয়ার ভয়ে! বাসে
পারলেননা এক্সিডেন্ট হতে পারে বলে! ট্রেনে গেলেননা ব্রিজ থেকে নিচে
পড়ে যাবেন বলে! তাহলে কি আপনি ঢাকা যাবেন না???
অবশ্যেই আপনাকে যেতে হবে। সরকারী তলব বলে কথা।
অতচ যাদের প্রয়োজন এবং অপ্রয়োজন তারা অনায়াসেই দেশের এক প্রান্ত
থেকে অন্য প্রান্তে যাচ্ছে। এমনি প্রয়োজন-অপ্রয়োজনে বাহিরের দেশেও যাচ্ছে।
তাদের কিছুই হচ্ছেনা। হাতেগোনা দু'একজনের সমস্যা হতেই পারে। এজন্য কি
মানুষেরা সামনে বা কাজের তাগিদে পা বাড়াবেনা।
এই ভয়টিকেই জয় করতে হবে সর্বপ্রথম। তারপরেই নাহয় সফলতার অন্য ধাপ গুলো।
EmoticonEmoticon